25.1 C
Chittagong
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়৫৬১ প্রার্থীর আপিল, নিষ্পত্তি শুরু করেছে ইসি

৫৬১ প্রার্থীর আপিল, নিষ্পত্তি শুরু করেছে ইসি

জাতীয় ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ৫৬১ জন প্রার্থী।

এর মধ্যে পঞ্চম দিনে ১৩০ জন, চতুর্থ দিন ৯৩ জন, তৃতীয় দিন ১৫৫ জন, দ্বিতীয় দিন ১৪১ জন এবং প্রথম দিন ৪২ জন আপিল দায়ের করেন।

আজ রবিবার সকাল থেকে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। প্রথম দিনে ১০০টি আপিল নিষ্পত্তি করা হবে।

এর আগে যাচাই-বাছাই শেষে সারাদেশের ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তাদের মধ্য থেকে গেলো ৫ দিনে ৫৬১ প্রার্থী আপিল করেন।

এসব আপিল ১০ ডিসেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিস্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে, নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।