30.2 C
Chittagong
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামকর্ণফুলী নদীতে পণ্যবাহী জাহাজডুবি

কর্ণফুলী নদীতে পণ্যবাহী জাহাজডুবি

চট্টগ্রাম নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় ‘মাকসুদা-২’ নামে নামে একটি সারবোঝাই জাহাজডুবির ঘটনা ঘটেছে।

রোববার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে জাহাজটি ধীরে ধীরে নদীতে ডুবে যায়।

তবে কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও নোঙর করা ওই জাহাজে থাকা মোট ১৩ জন শ্রমিকের মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজন সাঁতরে তীরে উঠে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে দশটার দিকে জাহাজটি তলিয়ে যেতে দেখতে পায় তারা। এরপরে ধীরে ধীরে পুরোপুরি ডুবে যায় জাহাজটি। এ সময় ইঞ্জিল চালিত নৌকা দিয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়। এছাড়া একজন ব্যক্তিকে সাঁতরে তীরে উঠে আসতেও দেখে তারা।

প্রত্যক্ষদর্শীরা ধারনা করছেন, জাহাজের তলানী ফুটো হয়ে যাওয়ায় ধীরে ধীরে জাহাজটি পানির নিচে তলিয়ে গেছে।

জাহাজটির সারবোঝাই ছিল। এটির মালিক চট্টগ্রামের লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শফি বলে জানা গেছে।

কর্ণফুলী নদীতে পণ্যবাহী জাহাজডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, নোঙর করা ওই জাহাজে মোট ১৩ জন শ্রমিক ছিলেন। জাহাজডুবির সময় ১২ জন এবং পরবর্তী সময়ে আরও একজন নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে তীরে আসেন। এই ঘটনা কেউ হতাহত হননি।