11.6 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজদুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে দুটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি গাড়ি তিনজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ভূইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফেরদৌসি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূইয়াবাড়ি ব্রিজ এলাকার ওই দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।

মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় যান দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানাতে পারেননি এএসআই ফেরদৌসি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা শঙ্কাজনক বলে জানা গেছে।