Homeবিনোদোনরোনালদোর দুই সেকেন্ডের কান্ডে ৩৩ হাজার কোটি খোয়াল কোকাকোলা

রোনালদোর দুই সেকেন্ডের কান্ডে ৩৩ হাজার কোটি খোয়াল কোকাকোলা

পর্তুগালের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র রোনালদো। এই পর্যন্ত অনেক রেক’র্ড নিজের করে নিয়েছেন এই তারকা ফুটবলার।কী বুঝে কাজটা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো,

এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু গতকাল রাতে সংবাদ সম্মেলন করতে গিয়ে বড় এক ভূমিক’ম্পের সৃষ্টি করেছেন পর্তুগালের অধিনায়ক। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে

এসে কথা শুরুর আগেই টেবিল থেকে কোমল পানীয়র বোতলগুলো স’রিয়ে রাখেন। ঘটনাক্র’মে টেবিলে থাকা বোতলগুলো উয়েফার খুব বড় এক স্পনসর কোকাকোলার ছিল।

স্বাস্থ্যসচেতন রোনালদো কোমল পানীয় ভুলে পানি খেতে বলেছেন সবাইকে। কিন্তু টেবিল থেকে সরিয়ে তো দিয়েছেন কোকাকোলাকে। আর সে কারণেই শেয়ারবাজারে নে’তিবা’চক প্রভাব পড়েছে অনেক। মাত্র আধঘণ্টার মধ্যে কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। অর্থাৎ কোকাকোলার ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা খ’সিয়ে দিয়েছে রোনালদোর এক কাণ্ড।

আরো পড়ুনঃ   ইন্ডাস্ট্রি সচল রাখতে এখন ব্যাক টু ব্যাক কাজ করবো: শাকিব খান
আরো পড়ুনঃ   সালমান শাহ’র সঙ্গে জড়িয়ে আছে সোনালি সময়: শাবনূর

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীসংখ্যায় রোনালদোর ধারেকাছে নেই কেউ। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে ৫৩ কোটি মানুষ তাঁকে অ’নুস’রণ করেন। এর মধ্যে ইনস্টাগ্রামেই অনুসারী বেশি তাঁর। ইনস্টাগ্রামে ২৯ কোটি ৮০ লাখ ব্যবহারকারী রোনালদোর প্রতিটি নতুন পো’স্টের অপেক্ষায় থাকেন।

আর ইনস্টাগ্রামের অনুসারীসংখ্যা রোনালদোর জন্য অনেক বড় আয়ের উৎস। ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে ইনস্টাগ্রামে পণ্যের দূতিয়ালি করার জন্য প্রতি পোস্ট বাবদ ৯ লাখ ৭৫ হাজার ডলার আয় করতে পারেন রোনালদো।

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ