Homeজাতীয়ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও

ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও

রাজধানীর বংশালের ঢাকা ব্যাংকের শাখা থেকে প্রায় ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের দুই কর্মকর্তাকে আদালতে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার ডিউটি অফিসার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা উধাও হয়েছে। এই ঘটনায় ব্যাংক কর্মকর্তাদের ৫৪ ধারায় আটক করেছে বংশাল থানা পুলিশ।

আটককৃতরা হলেন ব্যাংকটির সিনিয়র অফিসার রিফাতুল হক ও ক্যাশ ইনচার্জ ইমরান আহমেদ।

আরো পড়ুনঃ   ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন ত্ব-হা: ডিবি

তবে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান দাবি করেছেন, বিষয়টি হিসাবের গরমিল। জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতেই টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ব্যাংক কর্তৃপক্ষ। তারপরই রাতেই এই দুজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয় বলে জানা গেছে।

আরো পড়ুনঃ   একসাথে দুটি মাস্ক ব্যবহারের পরামর্শ সরকারের

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ