14.4 C
Chittagong
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বিজয় দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ভোর ৬টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

এ সময় শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন করেন। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় তাঁদের সঙ্গে ছিলেন।

ফুল দেওয়া শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।