রাজনৈতিক দল হিসেবে বিএনপি দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক রাজনীতির সাথে জড়িত থাকারও জন্যই দলটির এমন পরিণতি। দেশের উন্নয়ন বিএনপির গাত্রদাহের কারণ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এছাড়া আগামী বছরই ‘কর্ণফুলী টানেল’ উদ্বোধন হবে বলেও জানান ওবায়দুল কাদের। একই সাথে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক এক্সপ্রেসওয়ে হিসেবে নির্মাণের ঘোষণাও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এনএনআর/