25.1 C
Chittagong
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত দিলেন রাষ্ট্রপতি

নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত দিলেন রাষ্ট্রপতি

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠককালে এ সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রপতি।

পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বৈঠক শেষে ইসি সচিব আরও জানান, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে সেনাবাহিনী মোতায়েনের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি।

নির্বাচনকালীন বেসামরিক বাহিনীকে সহায়তা দেবে সেনাবাহিনী। তবে সেনাবাহিনী কত দিনের জন্য মোতায়েন করা হবে- সেটি সশস্ত্র বিভাগের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি ঠিক করবেন।

জেএন/পিআর