Homeসারাদেশবরগুনার ২৯ ইউনিয়নে নির্বাচন আগামীকাল

বরগুনার ২৯ ইউনিয়নে নির্বাচন আগামীকাল

বরগুনা প্রতিনিধি:

আগামীকাল সোমবার (২১ জুন) বরগুনা জেলার ৫ উপজেলার ২৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে এরই মাঝে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। দুপুর থেকেই ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

২৯ ইউনিয়নের মাঝে বরগুনার সদরে ২ টি, বেতাগীতে ১ টি ও আমতলীতে ১ টি ইউনিয়নে ভোট নেওয়া হবে ইভিএম পদ্ধতিতে। বাকি ইউনিয়নগুলোতে ব্যালট পদ্ধতিতেই ভোট নেওয়া হবে।

এবারের নির্বাচনে বরগুনা জেলার ২৯ ইউনিয়নে লড়ছেন মোট ১ হাজার ৬১২ জন প্রার্থী। এদের মধ্যে বরগুনা সদর উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন, আমতলির ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, বেতাগীতে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, পাথরঘাটার ৩ ইউনিয়নে ২৭ জন এবং বামনার ৪ ইউনিয়নে ২১ জন প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়াও সংরক্ষিত পদে ৩৪৬ জন এবং সাধারণ সদস্য পদে এক হাজার ৭৯ জন নির্বাচনে অংশ নিচ্ছেন।

আরো পড়ুনঃ   বাঁশির সুরে জীবনের আনন্দ খুঁজেন অন্ধ-পঙ্গু শোভানন্দ
আরো পড়ুনঃ   নাটোরে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ১২৬ জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯৭১ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে পাঠানো তালিকায় ২৯ ইউনিয়নের ২৬৫ কেন্দ্রের মধ্যে ৮১ টিকে ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলার ৯ ইউনিয়নের ৩৪ ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ঝুঁকিপুর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ