Homeবিনোদোনভুলে যাচ্ছি আমি একজন শিল্পী -নাসরিন

ভুলে যাচ্ছি আমি একজন শিল্পী -নাসরিন

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছবির মধ্য দিয়ে ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অ’ভিনেত্রী নাসরিন আক্তার। নৃত্য সহশিল্পী হিসেবে যাত্রাটা শুরু হলেও দেশের প্রথম সারির অনেক নায়কের বিপরীতেও অ’ভিনয় করেছেন তিনি। পাঁচ শতাধিক চলচ্চিত্রে অ’ভিনয় করা হয়েছে তার।

তবে এখন তাকে সিনেমা অঙ্গনে খুব একটা দেখা যায় না। কেমন আছেন? নাসরিন বলেন, আল্লাহর রহমতে ভালোই আছি। কাজের খবর কী’? এ অ’ভিনেত্রী বলেন, একদম কাজ নেই। ঘরে থাকতে থাকতে ভুলে যাচ্ছি আমি একজন শিল্পী। দু-এক বছর এইভাবে চললে দেখা যাবে নিজেকে আর শিল্পী হিসেবে উপস্থাপন করতে পারবো না।

কেউ ডাকলেও আগ্রহ থাকবে কিনা জানি না। সবশেষ শুটিং করেছেন কোন সিনেমা’র? নাসরিন বলেন, দেড় বছর আগে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আনন্দ অশ্রু’ সিনেমায় অ’ভিনয় করেছি। এরপর আর কাজ করা হয়নি। আপনার সময় কাটে কী’ভাবে? নাসরিন বলেন, পরিবারের সঙ্গেই। দীর্ঘদিন অ’ভিনয় করি না। তবে চলচ্চিত্রের খবর ঠিকই রাখি। টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে জানার চেষ্টা করি। আপনাদের সময় সিনেমা’র রম’রমা একটা অবস্থা ছিল। এখন অবস্থা নাজুক।

আরো পড়ুনঃ   শা’রীরিক ক্ষ’মতা ১০ গুন বা’ড়িয়ে তুলতে যা খাবেন
আরো পড়ুনঃ   স্বামীর সৎকারে অভিনেত্রী মন্দিরা সাদা শাড়ি না পরায় সমালোচনার ঝড়

এমন অবস্থার পেছনের কারণ কী’ মনে হয়? উত্তরে নাসরিন বলেন, কারও দোষও দেয়া যাবে না। সবকিছু মিলিয়ে অবস্থাটা এমন হয়ে গেছে। এখান থেকে উত্তরণের উপায় আছে বলে মনে হয়? এ অ’ভিনেত্রী বলেন, সবাই মিলে যদি এগিয়ে আসে, সবাই সবার জায়গায় সৎ থাকে তাহলে আবার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতেও পারে। টাকা-পয়সাটাই বড় কথা না। এটা একটা শিল্পের জায়গা। জায়গাটা ধরে রাখা উচিত। এটা আমাদের ঐতিহ্য। বাংলাদেশে চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। এটা অন্যান্য দেশের লোকজন শুনবে।

ধিক্কার দিবে। হাস্যকর হবে বিষয়টা। শুধু শিল্পীদেরই না। সমস্ত নাগরিকেরই দায়িত্ব আছে চলচ্চিত্র নিয়ে ভাবার। যেহেতু সিনেমা দেশের সম্পদ। আম’রা কাজ না করি। অন্তত পক্ষে আমাদের চলচ্চিত্র বেঁচে থাক আজীবন। মানুষ যাতে বলতে না পারে, সিনেমা তো শেষ! শুনতেও খুব ক’ষ্ট লাগে এসব। এমন না যে চলচ্চিত্রের অবস্থা ভালো হলেই কাজ করবো। নতুনরা অ’সুক। ভালো করুক। নতুন যারা আসবে ভালো’ভাবে মা’থা উঁচু করে কাজ করুক। মানুষজন যদি বলে, বাংলাদশের চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে। ভালো হচ্ছে। এটাই পাওয়া ও গৌরবের। যে ক’ষ্টটা আছে সেটা থাকবে না।

আরো পড়ুনঃ   বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করলেন এই অভিনেতা

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ