Homeভাইরালযুক্তরাষ্ট্রে আবারও সিরিজ বন্দুক হামালা, নিহত ২

যুক্তরাষ্ট্রে আবারও সিরিজ বন্দুক হামালা, নিহত ২

যুক্তরাষ্ট্রে আবারও সিরিজ বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ইয়াহু নিউজ জানিয়েছে, মঙ্গলববার (২৭  এপ্রিল) লস এঞ্জেলেসের আলাদা আলাদা স্থানে এই হামলার ঘটন ঘটে।

কয়েক মিনিটের ব্যবধানে অন্তত পাঁচটি স্থানে গুলির ঘটনা ঘটে। প্রথম এক্সপজিশন পার্ক এলাকায় হামলার পর ফুলারটনে এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর সময় বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয়। 

এই হামলাগুলোর সঙ্গে ওই বন্দুকধারীই জড়িত বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীর নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে হামলাকারীর বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে বলে জানা গেছে। 

আরো পড়ুনঃ   প্রাথমিকের শিক্ষার্থীদের দেওয়া হবে জামা-জুতা-ব্যাগ কেনার টাকা

হামলায় নববিবাহিত একজনসহ স্টারবাকসের সামনে দাঁড়িয়ে থাকা আরেকজন নিহত হন। তাদেরও নাম-পরিচয় জানা যায়নি।

DMCA.com Protection Status

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ