Homeভাইরালযুক্তরাষ্ট্রে আবারও সিরিজ বন্দুক হামালা, নিহত ২

যুক্তরাষ্ট্রে আবারও সিরিজ বন্দুক হামালা, নিহত ২

যুক্তরাষ্ট্রে আবারও সিরিজ বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ইয়াহু নিউজ জানিয়েছে, মঙ্গলববার (২৭  এপ্রিল) লস এঞ্জেলেসের আলাদা আলাদা স্থানে এই হামলার ঘটন ঘটে।

কয়েক মিনিটের ব্যবধানে অন্তত পাঁচটি স্থানে গুলির ঘটনা ঘটে। প্রথম এক্সপজিশন পার্ক এলাকায় হামলার পর ফুলারটনে এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর সময় বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয়। 

এই হামলাগুলোর সঙ্গে ওই বন্দুকধারীই জড়িত বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীর নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে হামলাকারীর বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে বলে জানা গেছে। 

আরো পড়ুনঃ   ঈদকে সামনে রেখে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ঘরমুখো মানুষের চাপ

হামলায় নববিবাহিত একজনসহ স্টারবাকসের সামনে দাঁড়িয়ে থাকা আরেকজন নিহত হন। তাদেরও নাম-পরিচয় জানা যায়নি।

DMCA.com Protection Status

সর্বশেষ সংবাদ