Homeভাইরালভারতে হাসপাতালে আগুনে ৪ রোগীর মৃত্যু

ভারতে হাসপাতালে আগুনে ৪ রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের ঠাণের একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) ভোরে ওই আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে ওই হাসপাতালের দোতলার সব সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হাসপাতালে কোভিডে আক্রান্ত কোনও রোগী ছিল না। আগুন লাগার পরে মোট ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৬ জন ছিলেন আইসিইউতে। অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় ওই ৪ রোগীর মৃত্যু হয়েছে। 

মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র অওহাদ জানিয়েছেন, আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে রোগীদের। মৃতদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের লাখ লাখ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

আরো পড়ুনঃ   মঞ্চে সবটা জায়গা নিলেন সালাউদ্দিনরা, কোথাও নেই চ্যাম্পিয়ন মেয়েরা

তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই মন্ত্রী।

আরো পড়ুনঃ   স্বামীর সামনেই গৃহবধূকে কুপিয়ে হত্যা করলেন যুবক

সূত্র: আনন্দবাজার।

DMCA.com Protection Status

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ