27.4 C
Chittagong
শুক্রবার, ১৪ জুন ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবাঁশখালীতে পুকুর থেকে শিশু তাহমিদের লাশ উদ্ধার

বাঁশখালীতে পুকুর থেকে শিশু তাহমিদের লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শিশুটির বাড়ির পাশের একটি পুকুর থেকে ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে লাশটি উদ্ধার হয়। স্বজনদের ধারণা তাকে হত্যা করে বুধবার রাতে কেউ পুকুরে ফেলে দিয়েছে।

মৃত শিশুটির নাম তাহমিদ (৫) সে ওই বাড়ির মো. আলমের ছেলে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইমরান লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বাড়ির আঙ্গিনা থেকে নিখোঁজ হয় শিশু তাহমিদ।

সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। আজ (বৃহস্পতিবার) ভোরে বাড়ির অদূরে একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়।

পরে রক্তাক্ত অবস্থায় লাশটি পুকুর থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, লাশের রক্তাক্ত জখম দেখে মনে হচ্ছে হত্যা করে তার মরদেহ কেউ পুকুরে ফেলে গেছে।