Homeজাতীয়দেশে করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু

দেশে করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ১১৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৪ হাজার ১৭২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১.৫৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি।

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৫ হাজার ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

আরো পড়ুনঃ   ই-কমার্স নিয়ন্ত্রণ: ‘সরকার যাবে কোথায়?’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।

আরো পড়ুনঃ   ‘সচেতনতা ও চাহিদা না কমলে সীমান্তে মাদক চোরাচালান বন্ধ সম্ভব নয়’

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ