ফজরের আজানের সময় ঘনিয়ে এসেছে। যে যেভাবে পারছেন বসে সেরে নিচ্ছেন শেষ রাতে খাবার।
রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে রাতের পুরো সময়টাই থাকে চলে পন্য আনা-নেয়া ও বেচাকেনার কাজ। তার মাঝেই রোজা রাখেন এখানকার হকার থেকে শুরু করে ব্যবসায়ীরা।
এক ব্যবসায়ী বলেন, ‘যতই কষ্ট হোক আমরা রোজা রাখি। সারাদিন কাজ করে রোজা রাখাটা এত সহজ নয়। তবুও রাখতে হয়। রোজা তো আর সারাবছর থাকে বছরে এক মাস থাকে। রোজা থাকলে পুরো বছরটাই ভালো কাটে।’
সেহেরিকে ঘিরে বসে ছোট ছোট খাবার দোকান। সেসব দোকানেও ভিড় করেন মুসল্লিরা।
কারওয়ান বাজারের এক খাওয়ার দোকান মালিক বলেন, ‘সেহরির সময়টাতে একটু বেশি ভিড় হয়। যারা এখানে কাজ করে সবাই এখান থেকে খায়।’
এদিকে, খাবার শেষে হতেই মসজিদে ইমামের কণ্ঠে আজানের ধ্বনি। সুমধুর আহ্বানে শুরু হয় আরেকটি রোজা। এরপর মসজিদে নামাজ আদায়ে ছোটেন মুসল্লিরা।