Homeসারাদেশময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে দুর্গাপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যায়। নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর গুজিরকোনা এলাকার অটোরিকশাচালক শহীদ মিয়া, একই উপজেলার রামনগর এলাকার খলিল এবং মাসুম মিয়া। তারা সবাই ধান কাটার শ্রমিক বলে জানিয়েছে স্থানীয়রা।

আরো পড়ুনঃ   সুন্দরবনে হরিণের মাংস ও তক্ষকসহ আটক ১০

নবজাতক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার বোনারপাড়া হসপিটাল সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মুত্রদ্বার ও শরীর কেটে ফেলায় মৃত্যুর ঘটনায় বোনারপাড়া ডিজিটাল হসপিটাল সিলগালা করেছে প্রশাসন। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে...

সর্বশেষ সংবাদ