16.2 C
Chittagong
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামদিশেহারা হয়ে অসহযোগ আন্দোলন করছে বিএনপি: তথ্যমন্ত্রী

দিশেহারা হয়ে অসহযোগ আন্দোলন করছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে অসহযোগ আন্দোলন করছে বিএনপি।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ভণ্ডুল হয়ে গেছে।

যেসব বিদেশিদের কাছে বিএনপি ধর্ণা দিতো তারাও এখন আর তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার নিয়ে কথা না বলে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করার কথা বলছেন।

নৌকার প্রার্থী ও আওয়ামী বলয়ের স্বতন্ত্র প্রার্থীরা যদি সহিংসতা করে তবে তা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী।