Homeবিনোদোন‘পরীমনি নিজেই মদপান করে ক্লাবে গিয়ে অপকর্মের চেষ্টা করেছে’

‘পরীমনি নিজেই মদপান করে ক্লাবে গিয়ে অপকর্মের চেষ্টা করেছে’

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি নিজেই ম’দপান করে ক্লাবে গিয়ে অ’পকর্ম করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন তার দায়ের করা মা’মলায় আ’সামিপক্ষের আইনজীবী।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শাহাজাহী তাহমিদার আ’দালতে শুনানি কালে এই দাবি করেন পরীমনির দায়ের করা মা’মলার আ’সামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী’ অমির আইনজীবী অ্যাডভোকেট ইম’রুল কাউসার এবং আমানুল করিম লিটন।

মা’মলায় আ’সামিদের জামিনের শুনানিকালে তারা দাবি করেন, পরীমনি পূর্বপরিক’ল্পিতভাবে এই ঘটনা সাজিয়েছেন। ৮ জুন রাতে সাভা’রের বেড়িবাঁধ এলাকায় অবস্থিত ঢাকা বোট ক্লাবে গিয়ে নিজেই ম;দ পা;ন করে অ;প;ক;র্ম করার চেষ্টা করেছেন পরীমনি।

মা’মলার আ’সামি নাসির উদ্দিন মাহমুদ (৬৫) ও তুহিন সিদ্দীকি অমির জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আ’সামিদ্বয়কে ৫ হাজার টাকা মুচলেকায় আগামী ৮ জুলাই পর্যন্ত জামিন দেন আ’দালত।

আরো পড়ুনঃ   শুভ জন্মদিন আবেগ এবং ভালোবাসা মিশ্রিত প্রিয় অভিনেতা সালমান শাহ
আরো পড়ুনঃ   পরীমনির ওজন কমার অপেক্ষায় পরিচালক!

এর আগে দায়ের করা মা’মলার ত’দন্ত কর্মক’র্তা সাভা’র থা’নার পরিদর্শক কামাল হোসেন ৫ দিনের রি’মান্ড শেষে আ’সামিদেরকে আ’দালতে হাজির করেন। মা’মলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন আ’দালতের অ’তিরিক্তি পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।

শুনানিতে আ’সামিপক্ষের আইনজীবী বলেন, পরীমনি পূর্বপরিক’ল্পিতভাবে এ কাজ করেছেন। এ ঘটনার সাথে আ’সামিরা জ’ড়িত নন। ওই ক্লাবে রাত তিনটা পর্যন্ত পরীমনি কি করলেন সেই ব্যাখ্যা এজাহারে নেই। তিনি ম;দ খেয়েছেন সিসিটিভির ফুটেজে তা আছে। তার দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, পায়ে লেগেছে সেই মানুষ কী’ভাবে ম;দ খায়?

তারা দাবি করেন, ঘটনার ৪ দিন পরে মা’মলা করা হয়েছে। পরীমনি আগে মিডিয়ার বাড়তি সুবিধা নিয়ে মা’মলা করেছেন। পরে মিডিয়া সেই ভুল বুঝতে পেরেছে। আ’সামি নাসির বয়স্ক এবং অ’সুস্থ মানুষ। তাকে দুই মা’মলায় ১২দিন রি’মান্ডে নেওয়া হয়েছে। নতুন তথ্য বের হয়নি। জামিন পেলে তিনি তো পালিয়ে যাবেন না। তাই যেকোনো শর্তে জামিন প্রার্থনা করছি।

আরো পড়ুনঃ   শুভ জন্মদিন অমৃতা রাও

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ