চট্টগ্রামের বোয়ালখালীতে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব গোমদণ্ডী মীরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোলাই মদসহ তাকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতার নাম আবু মহসীন (৬৪)। সে ওই এলাকার খরিজান বাপের বাড়ীর মৃত আব্দুর সাত্তারের ছেলে।
আজ শনিবার আটকের তথ্য নিশ্চিত করেন বোয়ালখালী থানার ওসি মো.আছহাব উদ্দিন।
তিনি বলেন, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতে পাঠানো হয়েছে।