Homeভাইরালকুমারখালী থানায় চোখ বেঁধে চিত্রসাংবাদিককে নির্যাতনের অভিযোগ

কুমারখালী থানায় চোখ বেঁধে চিত্রসাংবাদিককে নির্যাতনের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী থানায় পুলিশ হাজতে এক চিত্রসাংবাদিককে চোখ বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ এপ্রিল) দুপরে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই চিত্রসাংবাদিকের নাম নাজমুস হাসিব।

বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ক্যামেরাপার্সন হিসেবে কুষ্টিয়ায় কর্মরত তিনি।

জানা গেছে, সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরাপার্সন হাসিবকে আটক করে ডিবি পুলিশ। পরে থানায় নিয়ে গিয়ে চোখ বেঁধে নির্যাতন করেছে পুলিশ।

নাজমুস হাসিব জানান, দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবি পুলিশ আটক করে কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়েই নির্যাতন শুরু করে। পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমে দরজা আটকে চোখ বেঁধে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে তাকে বেদম মারধর করে। বর্তমানে তিনি কুমারখালী থানর হাজতে অসুস্থ অবস্থায় রয়েছেন।

আরো পড়ুনঃ   পদদলিত হয়ে ৪৪ জনের মৃত্যু স্মরণকালের ভয়াবহ দুর্যোগ: নেতানিয়াহু
আরো পড়ুনঃ   পদদলিত হয়ে ৪৪ জনের মৃত্যু স্মরণকালের ভয়াবহ দুর্যোগ: নেতানিয়াহু

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম বলেন, কোনো সাংবাদিককে নির্যাতন করা হয়নি। নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে কুমারখালী থানায় সাংবাদিকরা অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে সঠিক ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে সাংবাদিক নেতারা জানান।

DMCA.com Protection Status

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ