বাগেরহাটের হাজতখানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামি হাফিজুর রহমান ওরফে শিপনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মোংলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এর আগে ২৫ এপ্রিল বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজতখানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েছিলেন শিপন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় শিপনের এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।