Homeজাতীয়খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: চিকিৎসক

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: চিকিৎসক

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারে কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন চিকিৎসকরা।

খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার বলেন, ম্যাডামের কোভিড-১৯ এর কোনো উপসর্গ নেই্, উনার অবস্থা স্থিতিশীল আছে, উনি ভালো আছেন।

তিনি বলেন, ম্যাডামের রুটিন চেকআপ শুরু করা হয়েছে। আজকে কিছু পরীক্ষা হচ্ছে, বিকালেও হবে, কালকেও হবে। হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে এসব পরীক্ষা করা হচ্ছে।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল টিমের সদস্যরাও এসব বিষয়ে সম্পৃক্ত আছেন।পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা কীভাবে চালানো যায় তা ঠিক করা হবে বলেও তিনি জানান।

আরো পড়ুনঃ   সরকার শ্রমিকদের মানুষই ভাবে না: জি এম কাদের
আরো পড়ুনঃ   উদ্ধার হয়েছেন লিবিয়াতে নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে কিছু পরীক্ষার পর রাতেই ভর্তি নেওয়া হয়।

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ