ভয়াবহ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা।
মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মক্কাসহ বেশ কিছু শহরের রাস্তা-ঘাট। ভেসে গেছে রাস্তায় পার্ক করে রাখা বহু গাড়ি।
বন্যার কারণে সৌদিতে ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের ভোগান্তি পৌঁছেছে চরমে।
পবিত্র মাহে রমজানে সেখানকার মসজিদে নামাজ আদায় করতেও যেতে পারছেন না তারা।
এদিকে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে জানিয়ে রোববারের (২ মে) আগে এ পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।