Homeবিনোদোনফেসবুকে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ঢাবি শিক্ষার্থী কাজের মেয়ে

ফেসবুকে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ঢাবি শিক্ষার্থী কাজের মেয়ে

ফেসবুকের অ্যাকাউন্টের নাম ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! ইউক্যা’ম পারফেক্ট দিয়ে এ’ডিট করা প্রোফাইল ফটো দেখে বুঝার উপায় নেই অ্যাকাউন্টটি একজন কাজের মে’য়ে বা গৃহপরিচারিকার। প্রোফাইলে শিক্ষা গ্রহণের প্রতিষ্ঠানের নাম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সেই প্রোফাইল থেকেই ফ্রে’ন্ড রি’কুয়ে’ন্ট পেলেন বাড়ির গৃহক’র্তা। এরপরই শুরু হয় ধাঁ’ধাম’য় কাহিনি।

জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় ও শিহাব শাহীন পরিচালনায় নির্মিত হয়েছে ‘রঙিলা ফানুস’ নামের নাট’ক। নাট’কটির মূল চরিত্রে অ’ভিনয় করেছেন সাবিলা নূর। নাট’কটির গল্প প্রস’ঙ্গে সাবিলা জানান, নাট’কে গৃহপরিচারিকার চরিত্রে তিনি অ’ভিনয় করেছেন। শুরুতে গৃহক’র্তার কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর গল্প খুবই মজার। শেষটা আরো মজার। তিনি ফেসবুকের মাধ্যমে প্রে’মে জড়ান ঢাকা মেডিকেলে পড়ুয়া এক যুবকের স’ঙ্গে! শুরু হয় নাট’কের মূল জ’টিলতা।

আরো পড়ুনঃ   মরুর বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে মাহি
আরো পড়ুনঃ   সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নাট’কে মেডিকেল ছাত্রের চরিত্রে অ’ভিনয় করেছেন জিয়াউল ফারুক অ’পূর্ব। নাট’কটি প্রস’ঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, মজার ছলে কাজটির মাধ্যমে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ এ খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁ’য়া স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি।

নাট’কে সাবিলা ও অন্যরা অসাধারণ অ’ভিনয় করেছেন। নাট’কের শেষটাতে রয়েছে বড় একটি ধা’ক্কা। সেটি আগাম বলছি না। নাট’কটিতে আরো অ’ভিনয় করেন নাজিবা বাশার, সৈয়দ জামান শাওন প্রমুখ। আসন্ন ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে নাট’কটি।

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ