ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কা লেগে চারজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে।
এসময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। ট্রেনের ইঞ্জিনে লেপ্টে থাকা থাকা দুইজনের মরদেহ পাওয়া যায়।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার পর নেত্রকোনা-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।