চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ফুলকলির কারখানার সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন – জালাল হোসেন (২০), মো.ইসমাইল (২৫)। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসা আমির হোসেনের মাধ্যমে জানতে পারি, পূর্ব শত্রুতার জেরে চার দুর্বৃত্ত মিলে দুই যুবককে কুপিয়ে জখম করেছে। পরে আহতদের উদ্ধার করে চমেকে ভর্তি করা হয়।