Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় অক্সিজেন সিলিন্ডার বদলাতে গিয়ে ৬৩ করোনা রোগীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় অক্সিজেন সিলিন্ডার বদলাতে গিয়ে ৬৩ করোনা রোগীর মৃত্যু

অক্সিজেন ট্যাংক বদলাতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৬৩ জন রোগী।

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বদলাতে গিয়ে একই সময়ে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সেখানে দেখা দিয়েছে চরম অক্সিজেন সংকট ।

ভয়েস অফ অ্যামেরিকার একটি প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন সংকট কাটানোর জন্য ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মীরা হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের সিলিন্ডার বদলানোর চেষ্টা করছিলেন। করোনার কারণে শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের অবস্থা এতটাই খারাপ ছিল যে অক্সিজেন সিলিন্ডারগুলো বদলাতে সামান্য দেরি হওয়ায় ৬৩ জন রোগী প্রায় একই সময়ে মৃত্যুবরণ করেন।

আরো পড়ুনঃ   বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ১৬ কোটি প্রায় ২৩ লাখ মানুষ

হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত এক বিবৃতিতে বলেছেন, পুলিশের দেয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে দেরি হয়ে যাওয়ায় আমরা ওই রোগীদের শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি।

আরো পড়ুনঃ   ইউক্রেনে আবারও যুদ্ধবিরতি চায় জাতিসংঘ

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আক্রান্তের সংখ্যায় ইন্দোনেশিয়ার অবস্থান বিশ্বে ১৬তম। সাড়ে ২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৬০ হাজার ৫৮২ জন।

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ