12.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও শিশু সন্তান দগ্ধ

ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও শিশু সন্তান দগ্ধ

ফেনীতে একটি বাসায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রী ও তাদের দশ বছর বয়সী শিশু সন্তানও দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইতালি ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আশীষ (৪০), তার স্ত্রী টুম্পা রানী (৩০) ও তাদের ছেলে ঋক (১০)।

তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠনো হয়েছে। বিস্ফোরণে শিশু ও নারীর শরীর ৪০ শতাংশ দগ্ধ হলেও স্বামীর জীবন সঙ্কটে।

ফেনীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রাত ৮টা ৪৮ মিনিটের দিকে ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কমপ্রেসার বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজুল কবির জানান, দগ্ধ আশীষের জীবন সঙ্কটে রয়েছে। তার শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়েছে।

এছাড়াও গৃহবধূ টুম্পা ও তার ছেলের শরীরের ৪০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।