Homeজাতীয়১ হাজার ২৫১ জন চিকিৎসককে পদায়ন

১ হাজার ২৫১ জন চিকিৎসককে পদায়ন

ছবি: প্রতীকী

করোনা আক্রান্তদের সেবা নিশ্চিতে ১ হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তির মাধ্যমে পদায়ন করেছে সরকার। স্বাস্থ্য সেবা বিভাগ গত কয়েকদিন বেশ কিছু প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালের দায়িত্ব দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। মোট পাঁচটি বিভাগে চিকিৎসকে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়। করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন তারা। আজকের মধ্যে তাদের কর্মস্থলে যোগ দেয়ার কথা। না হলে বুধবার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

আরো পড়ুনঃ   উত্তরায় গার্ডার দুর্ঘটনা: চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে তদন্ত রিপোর্ট

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই চিকিৎসকেরা মূল কর্মস্থল থেকে বেতন-ভাতা তুলবেন। কারও বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন ও যথাসময়ে পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন।

আরো পড়ুনঃ   বিভ্রান্তি না ছড়িয়ে রাষ্ট্রপতি সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান আ’লীগ নেতাদের

ইউএইচ/

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ