রাজধানী থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গতরাতে র্যাব-১০ এর একটি দল হাতিরঝিল থেকে নাগিব হাসান অর্নব ও তাইফুর রশিদ জাহিদ নামে দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ভয়ংকর ‘ম্যাজিক মাশরুম ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মে মাসে কানাডা থেকে অর্নব ম্যাজিক মাশরুমের একটি চালান দেশে আনে। পরে বিভিন্ন গ্রুপে তাইফুর ও নাগিব এ মাদক বিক্রি করতো। গ্রেফতারকৃত নাগিব ও তাইফুর রশিদ বাল্য বন্ধু। দুজনের বয়স ২৫ বছরের নিচে।
ইউএইচ/