28 C
Chittagong
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা সাজিদ খান

ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা সাজিদ খান

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন জনপ্রিয় অভিনেতা সাজিদ খান। গত ২২ ডিসেম্বর তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে সমীর। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সাজিদ খানকে কেরালার আলাপুজ্জা জেলার কায়ামকুলাম শহরের জুমা মসজিদে শায়িত করা হয়েছে।

সমীর জানিয়েছেন, গত কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। তার বাবা দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কেরালা থাকতেন। সমীর বলেন, আমার বাবাকে দত্তক নিয়েছিলেন রাজকুমার পিতম্বর রানা ও সুনীতা পিতম্বর। তিনি কয়েক বছর ধরে সিনে ইন্ডাস্ট্রিতে কাজ করতেন না।

মেহবুব খানের ‘মাদার ইন্ডিয়া’ সিনেমায় সুনীল দত্তের ছোটবেলার চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিত লাভ করেন সাজিদ খান। অস্কারে মনোনীত হওয়া এই সিনেমার পর এ নির্মাতার ‘সন অব ইন্ডিয়া’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এরপর ‘মায়া’ সিনেমার মাধ্যমে খ্যাতি লাভ করেন সাজিদ খান। ‘মায়া’ সিনেমায় একটি পাড়ার ছেলের চরিত্রে অভিনয়ে করেছিলেন। তার চরিত্রের নাম ছিল রাজ্জি। আবার আমেরিকান টেলিভিশন শো ‘দ্য বিগ ভ্যালি’তেও অভিনয় করেছিলেন। এছাড়া ‘ইটস হ্যাপেনিং’ শো’র অতিথি বিচারক হিসেবেও দেখা গিয়েছিল তাকে।