Homeখেলাধুলাইনজুরি নিয়ে ফাইনাল খেলেছেন মেসি

ইনজুরি নিয়ে ফাইনাল খেলেছেন মেসি

ছবি: রয়টার্স

ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ইনজুরি নিয়েই মাঠে নেমেছিল ফুটবল জাদুকর লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন আলবিসেলেস্তাদের কোচ লিওনেল স্কালোনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

রোববার (১১ জুলাই) খেলা শেষে মারাকানায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই তথ্য নিশ্চিত করেন স্কালোনি। তবে মেসির চোট কী ধরনের বা কতটা গুরুতর সেই সম্পর্কে কোনো তথ্য তিনি দেননি।

লিওনেল স্কালোনি জানান, যদি আপনারা জানেন মেসি কেমন অবস্থায় খেলাটি খেলেছিল তাহলে তার প্রতি আপনাদের ভালবাসা আরও বেড়ে যাবে। তিনি আরও বলেন, মেসিকে ছাড়া কখনো টিম পরিপূর্ণ হবে না। এমনকি আজকের কিংবা গত ম্যাচের মতো পুরোপুরি ফিট না হলেও।

আরো পড়ুনঃ   বাটলার-মোস্তাফিজের নৈপুণ্যে রাজস্থানের সহজ জয়

এছাড়াও মেসির একটি আন্তর্জাতিক শিরোপা জেতা কতটা গুরুত্বপূর্ণ ছিলো সেই বিষয়েও কথা বলেছেন স্কালোনি। তিনি বলেন, আমরা সর্বকালের সেরা ফুটবলার সম্পর্কে কথা বলছি। তার একটি আন্তর্জাতিক শিরোপা জেতা খুবই প্রয়োজন ছিলো।

আরো পড়ুনঃ   অলিম্পিকে তিনদেশের শীর্ষস্থান দখলের লড়াই, এগিয়ে রয়েছে চীন

এর আগে আর্জেন্টিনার হয়ে ৪টি ফাইনাল হারা লিওনেল মেসি এবারের আসরের সর্বোচ্চ গোল আর সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বুট ও বল জিতে নিয়েছেন। এমন নজরকাড়া পারফর্মেন্সে ৭ম ব্যালন ডি অর জয়ের অন্যতম দাবিদার এখন এলএমটেন।

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ