কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
শুক্রবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় উখিয়া ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিহতের ঘটনাটি ঘটে।
নিহত রোহিঙ্গার নাম দিল মোহাম্মদ (২৮)। সে জামতলী ক্যাম্পের ই ব্লকের আবুল হাশিমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১০ থেকে ১২ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী জামতলী ক্যাম্পের ই ব্লকের রাস্তার মাথায় দিল মোহাম্মদকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পর আশেপাশের রোহিঙ্গারা গুলিবিদ্ধ দিল মোহাম্মদকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতে উখিয়া থানার পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, ঘটনার পরপরই জামতলী ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।