21.1 C
Chittagong
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন হচ্ছে ১২ জানুয়ারি

ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন হচ্ছে ১২ জানুয়ারি

আগামী ১২ জানুয়ারি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিংক (এমটিএইচএল) উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রোববার এ তথ্য জানিয়েছেন।

পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন, মুম্বাইয়ের সেউরি এবং রায়গড় জেলার নাভা শেভা এলাকার মধ্যে ২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি বর্তমান দুই ঘণ্টার যাত্রাকে কমিয়ে প্রায় ১৫-২০ মিনিটে নামিয়ে আনবে।

শিন্ডে সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ জানুয়ারি মুম্বাই ট্রান্স হারবার লিংকের উদ্বোধন করবেন। এই সেতুটি এর সঙ্গে সংযুক্ত এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি আনবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মুম্বাই ট্রান্স হারবার লিংকটি আরো যুক্ত হবে গুরুত্বপূর্ণ মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের সঙ্গে, যা রাজ্যের দুটি বৃহত্তম শহরকে সংযুক্ত করে।

প্রতিবেদন অনুসারে, মুম্বাই ট্রান্স হারবার লিংক হলো একটি ছয় লেনের সমুদ্র সংযোগ, যার ১৬.৫০ কিলোমিটার সমুদ্রের ওপর প্রসারিত এবং ৫.৫০ কিলোমিটার স্থলভাগে।