ফেইসবুকে পরিচয় নীলপরীর সঙ্গে। মে’য়ের ছবি দেখে তিনি এতটাই আবে’গপ্রবণ হয়ে পড়েন যে, তাকে বিয়ে করতে ম’রিয়া হয়ে ওঠেন। মে’য়েটিও আজব এক শ’র্ত দিয়ে বসেন, তাকে বিয়ে করতে হলে বরযাত্রী নিয়ে হেঁ’টে আসতে হবে।
মে’য়েটি ভেবে’ছিল এমন শর্তে রাশেদ সীমান্ত রাজি হবেন না। কিন্তু প্রায় ৪০ কিলোমিটার হেঁটে ঠিকই সে পাত্রীর বাড়ি হাজির। ‘হাঁটা জামাই’ নাট’কে এমন ঘটনা ঘটতে দেখা যাবে।
রাশেদ সীমান্ত ছাড়াও এ নাট’কে আরো অ’ভিনয় করেছেন, ঊর্মিলা শ্রাবন্তী কর, মাহা, অলিউল হক রুমি, সাইকা আহমেদসহ অনেকে। নাট’কটি রচনা ও পরিচালনা করেছেন রোমান রনি। ঈদ অনুষ্ঠানমালায় বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে নাট’কটি প্রচার হবে।
গত ঈদুল ফিতরে টিপু আলম মিলনের গল্পে, সরদার রোকনের পরিচালনায় রাশেদ সীমান্ত-নাদিয়া অ’ভিনীত ‘হি’ল্লা বিয়ে’ নাট’কটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে।