Homeআন্তর্জাতিকঅস্থিরতার মধ্যেই দোহায় বসলো আফগান-তালেবান শান্তি বৈঠক

অস্থিরতার মধ্যেই দোহায় বসলো আফগান-তালেবান শান্তি বৈঠক

ছবি: সংগৃহীত

অস্থিরতার মধ্যেই কাতারের দোহায় শান্তি আলোচনায় বসলো আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা। শনিবার শুরু হওয়া বৈঠক চলবে দু’দিন ধরে।

গত সেপ্টেম্বের থেকেই দু’পক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বরং মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকে ক্রমেই খারাপ হচ্ছে পরিস্থিতি।

দেশজুড়েই বাড়ছে তালেবানদের দৌরাত্ম্য। এরই মধ্যে গুরুত্বপূর্ণ অনেক জেলা ও সীমান্ত ক্রসিং দখলে নিয়েছে গোষ্ঠীটি। এ পরিস্থিতিতেই তালেবান নেতাদের সাথে বৈঠকে অংশ নিচ্ছেন আফগান সরকারের উচ্চ পর্যায়ের সাত সদস্যবিশিষ্ট কমিটি। প্রথম দিনের আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন প্রতিনিধি।

আরো পড়ুনঃ   চলমান উত্তেজনার মাঝে আজারবাইজান সীমান্তে সামরিক মহড়া চালালো ইরান

এনএনআর/

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ