‘কিছু ভু’য়া পেজ এবং ইউটিউব আছে যাদের খেয়ে কোনো কাজ নাই বাজে কিছু গু’জব র’টাচ্ছে। আমা’র নুসরাত নাকি আমাকে ছেড়ে চিকন আলী সাথে পালিয়ে গেছে। এটা সম্পূর্ণ মি’থ্যা কথা কেউ গু’জবে কান দিবেন না। আম’রা অনেক সুখে সান্তিতে সং’সার করছি তাই হয়তো অনেকেরই স’হ্য হচ্ছে না।
এজন্য আজে বা’জে নিউ’জ করছে ইউটি’উবে পেজে ভি’উ বাড়ানোর জন্য, ইনকাম করার জন্য ‘আমাদের নাম ভা’ঙিয়ে খাচ্ছে। আম’রা একসাথে আছি, সংসার করছি। সবাই দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়!’ নিজের ফেসবুক পো’স্টে এমনটাই জানিয়েছেন হিরো আলম।
কিছুদিন আগেই নুসরাতের স’ঙ্গে হিরো আলমের সম্প’র্কের অবন’তির খবর প্রকাশ্যে আসে। সে খব’রটিকেও ভু’য়া বলে দা’বি করেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই হিরো আলমের ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়ে হিরো আলম লিখেছিলেন, ‘সবাইকে শুভ সকাল। আজকের সকালটা খুব ভালো।
আজ আমা’র পেজটা ভেরিফায়েড হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে। অর্থাৎ এবার হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজের পাশে থাকবে ‘ব্লু টিক’। ভু’য়ো প্রোফাইলের হাতছা’নি এড়িয়ে এবার সরাসরি ফ্যানেরা চিনে নিতে পারবে তাঁর আসল পেজ।