Homeজাতীয়সিলেটে ২৮ জুলাই উপনির্বাচনে শাটডাউন শিথিল

সিলেটে ২৮ জুলাই উপনির্বাচনে শাটডাউন শিথিল

সিলেট ৩ আসনে উপনির্বাচন

সিলেট ৩ আসনে উপনির্বাচনের কারণে ২৮ জুলাই দেশজুড়ে শাটডাউন চলমান থাকলেও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাকে শাটডাউনের বাইরে রাখা হয়েছে।

রোববার এক প্রজ্ঞাপনে একথা জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম এবং এর সঙ্গে যুক্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস স্থাপনা এ বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই সকাল ০৬টা থেকে ০৫ আগস্ট রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

কিন্তু নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ শূন্য আসনের নির্বাচনের দিন ধার্য করেছে এবং ২৮ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখার জন্য অনুরোধ জানিয়েছে। তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরো পড়ুনঃ   এবার ঈদগাহ ও মসজিদে হবে ঈদের জামায়াত

আরো পড়ুনঃ   গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ