Homeখেলাধুলাঅলিম্পিকে শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশের রোমান-দিয়া

অলিম্পিকে শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশের রোমান-দিয়া

আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ছবি: সংগৃহীত

আর্চারির মিক্সড ইভেন্টে শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২৯৭ স্কোর করে এই কীর্তি গড়েন আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

সকালে নারী আর্চার দিয়া সিদ্দিকী নিজের ক্যারিয়ারের সেরা স্কোর ৬৩৫ করে র‍্যাঙ্কিং রাউন্ডে ৩৬ তম হয়েছেন। এর দুই ঘন্টা পর রোমান সানা নিজের নামের প্রতি সুবিচার করেন। ৬৬২ স্কোর গড়ে হয়েছেন ১৭ তম। রোমান তার ব্যক্তিগত সেরা স্কোরকে অতিক্রম করতে না পারলেও মৌসুমের সেরা স্কোর গড়েছেন।

সবমিলিয়ে ১২৯৭ স্কোর করে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেন এই দুই আর্চার। অলিম্পিকের মতো আসরে র‍্যাঙ্কিং রাউন্ডে ১৭ তম হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় অর্জন। রোমান অবশ্য প্রথমার্ধে শীর্ষ ৮ এ ছিলেন। তবে শেষ পর্যন্ত ১৭তম হয়ে থামতে হয় দেশসেরা এই আর্চারকে।

আরো পড়ুনঃ   কনডম দিয়ে নৌকা সারিয়ে অলিম্পিক পদক জিতলেন জেসিকা! (ভিডিও)

আরো পড়ুনঃ   টুখেলকে ছাঁটাই করলো চেলসি!

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ