Homeসারাদেশশিমুলিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড়

শিমুলিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড়

শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের উপস্থিতি কম থাকলেও যাত্রীদের ভিড়।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

লকডাউনের ২য় দিনে শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের উপস্থিতি কম থাকলেও যাত্রীদের চলাচল অব্যাহত আছে।

শনিবার সকাল হতে ঘাটে অপেক্ষারত তেমন যানবাহন নেই। তবে প্রতি ফেরিতেই বিধিনিষেধ উপেক্ষা করে শতশত যাত্রী গন্তব্যের উদ্দেশে পদ্মা পাড়ি দিচ্ছেন। ফেরিতে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাইতে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি বেশি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৭টি ফেরি সচল রয়েছে। জরুরি ও লকডাউনের আওতার বাইরের যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া যেসব যাত্রী ঘাটে আসছে তারা ফেরিযোগে পদ্মা পাড়ি দিচ্ছে। যাত্রী চাপ না থাকায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই যাত্রীরা চলাচল করছে।

আরো পড়ুনঃ   ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নেয়ার সময় রাস্তায় কয়েদির মৃত্যু

ইউএইচ/

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ