15.6 C
Chittagong
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়বিজয় মিছিল না করার নির্দেশ শেখ হাসিনার

বিজয় মিছিল না করার নির্দেশ শেখ হাসিনার

জাতীয় ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কোথাও কোনো ধরনের বিজয় মিছিল করবে না আওয়ামী লীগ। রোববার রাতে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন।

দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, নির্বাচনে ফলাফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করার এবং অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বশেষ খবর অনুযায়ী আওয়ামী লীগ ২২৫টি, জাতীয় পার্টি ১১টি, কল্যাণ পার্টি ১টি এবং স্বতন্ত্র পেয়েছে ৫৮টি আসন পেয়েছে। ফলাফল অনুযায়ী, টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলো।

এর আগে রোববার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়।