বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরগুনায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। খুনি ছেলেকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বরগুনা সদর উপজেলার ৮নং সদর ইউনিয়নের উত্তর হেউলিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জমিজমা বিরোধ সংক্রান্ত জেরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ছেলে জামাল উত্তেজিত হয়ে ঘটনাস্থলেই পিতা আয়নালকে কুপিয়ে হত্যা করে।
বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিকের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় বরগুনা থানা পুলিশ খুনি জামাল (৩২)কে গ্রেপ্তার করে।