কক্সবাজার-ঢাকা রুটে চলতে শুরু করেছে ‘পর্যটক এক্সপ্রেস‘ নামে আরও এক জোড়া নতুন ট্রেন। আজ প্রথম যাত্রায় এ ট্রেনের যাত্রী ৭২০ জন।
বুধবার (জানুয়ারি) ভোর সোয়া ৬টায় অত্যাধুনিক ১৬টি কোচ সংযুক্ত ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের উদ্দ্যেশে ঢাকা কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। এর আগে যাত্রীরা ট্রেনে উঠার আগে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের শুভেচ্ছা জানায়।
যাত্রীরা প্রত্যাশা রাখেন, যাত্রীসেবার মান অনন্য থাকুক, নিরাপত্তার বিষয়টিও সবসময় গুরুত্ব দিয়ে দেখা হোক।
এর আগে ঢাকা থেকে কক্সবাজার পথে প্রস্তাবিত নতুন ট্রেনের নাম দেওয়া হয়েছে পর্যটক এক্সপ্রেস। নতুন এ ট্রেনের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ১ ডিসেম্বর রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত হয় সৈকত শহর কক্সবাজারের। সরাসরি চালু হয় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা। প্রথম ট্রেনটি যাত্রীদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
এরপর নতুন আরেকটি ট্রেন চালুর বিষয়ে ২০২৩ সালের ৬ ডিসেম্বর রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) কার্যালয়ে একটি প্রস্তাব আসে।
তাতে এ বছরের প্রথমদিন ১ জানুয়ারি থেকে আরেকটি একটি ট্রেন চালানোর অনুমোদন চাওয়া হয়। ‘পালংকি’, ‘তরঙ্গ এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’-এ তিনটি নাম প্রস্তাব করা হয় রেলওয়ের পক্ষ থেকে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটক এক্সপ্রেস অনুমোদন করেন।
এর আগে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ১ জানুয়ারি থেকে নতুন আরেকটি ট্রেন চালুর প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর ট্রেনটি চালু হবে।
সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে আনা নতুন কোচ দিয়ে এই এক জোড়া ট্রেন চালানো হবে। পর্যটক এক্সপ্রেস নামের এক জোড়া এ ট্রেনের নম্বর দেওয়া হয়েছে ৮১৫/৮১৬।