Homeসারাদেশকরোনা ও উপসর্গে কয়েক জেলায় আরও ১০১ জনের মৃত্যু

করোনা ও উপসর্গে কয়েক জেলায় আরও ১০১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে করোনা ও উপসর্গে গেলো ২৪ ঘণ্টায় কয়েক জেলায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে মারা গেছেন ১৭ জন। সমান সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিকে খুলনার বিশেষায়িত হাসপাতালে ১৬ রোগীর মৃত্যুর পর ময়মনসিংহেও মারা গেছে একই সংখ্যক রোগী। বরিশাল মেডিকেল ও চাঁদপুরে প্রাণ গেছে ১২ জন করে করোনা রোগীর।

কুষ্টিয়াতে বিশেষায়িত হাসপাতালে ১১ জন মারা গেছেন। এছাড়া ঠাকুরগাঁওয়ে ৩ ও পটুয়াখালীতে ১ জনের মৃত্যুর খবর জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আরো পড়ুনঃ   মাগুরায় ত্রিমাত্রিক ফাউন্ডেশনের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ শুরু

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এনএনআর/

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ