চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম মো. মেহেরাজ (২২)। সে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর গ্রামের হাছান চৌধুরী বাড়ির মো. নাছিরের ছেলে।
তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরি ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।
তিনি জানান, মেহেরাজকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত অস্ত্র দিয়ে টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, ষ্টেশন রোড, সিআরবি ও গোয়ালপাড়াসহ নগরের বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করতো।
তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে জানায় এ পুলিশ কর্মকর্তা।