27.4 C
Chittagong
শনিবার, ১৫ জুন ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়দেশবাসীর কল্যাণে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

দেশবাসীর কল্যাণে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশবাসীর কল্যাণে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আজ রোববার ১৪ জানুয়ারি সকালে টুঙ্গীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, যেকোন ধরনের উন্নয়ন প্রকল্প নেয়ার আগে অবশ্যই দেশবাসীর কথা ভাবতে হবে।

নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

টুঙ্গীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে শেষে বিকেলে উপজেলা পরিষদ মাঠে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিয় সভা করবেন প্রধানমন্ত্রী। মতবিনিয় শেষে সড়ক পথে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

এর আগে শনিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

পরে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন শেখ হাসিনা।