16.2 C
Chittagong
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনঅভিনেত্রী সায়নী ঘোষের মায়ের মৃত্যু

অভিনেত্রী সায়নী ঘোষের মায়ের মৃত্যু

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের মাতৃবিয়োগ। সোমবার বিকেলে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়নীর মায়ের মৃত্যু হয়েছে।

অভিনেত্রীর মা সুদীপা ঘোষ বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাকে।

রোববার শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তারপর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সায়নীর মায়ের।

এদিকে হারিয়ে শোকস্তব্ধ সায়নী। মায়ের মৃত্যুতে সায়নীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তৃণমূল নেতারা।

জানা যায়, শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নীর মায়ের। সেই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে কোনো সময়েই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনো কিছুই বলতে শোনা যায়নি সায়নীকে। তবে গত বছর জুলাই মাসে পঞ্চায়েত ভোটে প্রচারে কর্মসূচি বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে।

সম্প্রতি কোনো সভামঞ্চেও তাকে দেখা যায়নি। হয়তো মায়ের অসুস্থতার কারণেই সভামঞ্চ করেননি সায়নী।