কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে মাইক্রোবাস উল্টে নৌ বাহিনীর এক সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল পৌণে ৭টার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নৌবাহিনীর সদস্য গাজী মাহবুব রহমান রনি (সৈনিক), মাইক্রোবাসের ড্রাইভার রুবেল (৩০), আলী মুর্তুজা (২৭), রাশেদুল করিম(২৮), ফারহানা আক্তার(২৬), মুন্না (২৫) ও কাঞ্চি(২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি জহির উদ্দিন। তিনি বলেন দুর্ঘটনায় আহত নৌবাহিনী সদস্য গাজী সৈকতকে পতেঙ্গা বিএনএস হসপিটালে ভর্তি করানো হয়েছে, অন্যদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক ফাঁড়ির ইনচার্জ পাঁচলাইশ থানার এস আই মোহাম্মদ আশেক জানান, মেডিকেলে আনয়নকারীর ভাষ্যমতে, সকাল সাড়ে ৬টার সময় বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তের প্রবেশমুখে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নৌ-বাহিনীর চেকপোষ্টে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে চালকসহ ৬ জন আহত হয়।
তাদেরকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়। সকাল পৌণে আটটার দিকে দুজনকে হাসপাতালের ২ নং ক্যাজুয়ালিটি ওয়ার্ডে প্রেরন করেন।
এইদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশায় মাইক্রো চালক গাড়িটি সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে তুলে দেয়। ট্রাফিক বক্সে আঘাত লেগে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ মাইক্রোটি সরিয়ে নেয়।