Homeজাতীয়মাত্রাতিরিক্ত মাদকের চাহিদা মেটানোর জন্যই পরীমণি বাসায় ‘মিনিবার’ দিয়েছিলেন: র‌্যাব

মাত্রাতিরিক্ত মাদকের চাহিদা মেটানোর জন্যই পরীমণি বাসায় ‘মিনিবার’ দিয়েছিলেন: র‌্যাব

মাত্রাতিরিক্ত মাদক সেবনের চাহিদা মেটানোর জন্য চিত্র নায়িকা পরীমণি নিজের বাসায় মিনিবার স্থাপন করেছিলেন বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল এক ব্রিফিংয়ে পরীমণির সম্পর্কে এমন তথ্য জানান তিনি।

তিনি বলেন, চিত্রনায়িকা পরীমণি ২০১৬ সাল থেকে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাল্ট থেকে বিভিন্ন বিদেশি ব্রান্ডের মদ উদ্ধার করা হয়। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করতেন। মাত্রাতিরিক্ত মাদক সেবনের জন্যই তিনি নিজের বাসায় একটি মিনিবার স্থাপন করেন। পরীমণি নিজের বারে বিভিন্ন সময় ডিজে পার্টির ব্যবস্থা করতেন। তার এই পার্টিতে নজরুল ইসলাম ওরফে রাজসহ বিভিন্ন লোকের যাতায়াত ছিল। পরীমণির এই মিনিবারে অ্যালকোহল সাপ্লাই দিতো এবং বিভিন্নভাবে সহযোগিতা করতো নজরুল ইসলাম রাজ।

আরো পড়ুনঃ   রাসেলের মুক্তির দাবিতে আদালতের সামনে মিছিল, আটক ১
আরো পড়ুনঃ   যাত্রা শুরু করলো নুরুল ইসলাম ফাউন্ডেশন, এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

খন্দকার আল মঈন বলেন, পরীমণির বারের পার্টিতে ১৫-২০ জন অংশগ্রহণ করতো। অংশগ্রহণকারীদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতো। পার্টিতে অংশগ্রহণকারীদের নিয়ে মাঝে মাঝে বিদেশে প্লেজার ট্রিপ দিতো পরীমণি।

ইউএইচ/

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ