Homeজাতীয়করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে

করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে

ছবি: প্রতীকী।

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ১৭৮ জনের। শুক্রবার প্রাণহানি হয়েছিল ১৯৭ জনের। বৃহস্পতিবার সংখ্যাটি ছিল ২১৫। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৩ হাজার ৯৮৮ জনের। একদিনে করোনা শনাক্তের হার ২০.৬৬ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৩৩০টি।

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৮৮৫ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ৮০৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।

আরো পড়ুনঃ   ভোর হলেই পদ্মা সেতুতে যান চলাচল শুরু
আরো পড়ুনঃ   কাল হচ্ছে না সিএ পরীক্ষা; পেছালো পঞ্চম দফায়

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ১৭৮ জনের মধ্যে পুরুষ ১০৯ জন আর নারী ৬৯ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৪৫ জন, খুলনায় ২৩ জন, সিলেটে ১১ জন, বরিশালে ৭ জন, ময়মনসিংহে ৫ জন, রাজশাহীতে ১৪ জন ও রংপুরে ৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ